স্পোর্টস ডেস্ক:: স্বাগতিক কাতারের বিশ্বকাপ মিশন কার্যত শেষ হয়ে গেলো। আয়োজকদের কাঁদিয়ে ২০২২ বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে সেনেগাল। এই জয়ে সুপার সিক্সটিনের আশাও টিকে থাকলো দলটি।
প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে সেনেগালের কাছে হেরে যাওয়ায় সুপার সিক্সটিনে যাওয়ার স্বপ্ন শেষ কাতারের। গ্রুপে কাতারের শেষ ম্যাচটি হয়ে গেলো নিয়ম রক্ষার ম্যাচ। স্বাগতিকদের শুক্রবার ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে কাতার।
প্রথমার্ধের এক গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধৈর দুই গোলে সেনেগালের জয় নিশ্চিত হয়ে। পিছিয়ে পড়া কাতার দ্বিতীয়ার্ধে একটি গোল পরিশোধ করলেও তাতে ফলাফলে খুব একটা প্রভাব ফেলেনি। বিশ্বকাপের আয়োজক স্বাগতিক কাতারকে হতাশ করে ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে গেলো সেনেগাল। দুই দলের টানটান উত্তেজনার ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে লিড নিয়েছে সেনেগাল।
ম্যাচের প্রথমার্ধে বুলাইয়া দিয়া সেনেগালকে এনে দেন কাঙ্খিত লিড। ৪১তম মিনিটে তার দারুণ এক গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। প্রথমার্ধের পুরোটা সময় দুই দল প্রায় সমান লড়াই করেছে। তবে বল দখলে এগিয়ে ছিলো সেনেগালল।
বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই ব্যবধান বাড়িয়ে নেয় সেনেগাল। ম্যাচের ৪৮তম ফামারা ডিয়েদিউ’র গোলে সেনেগাল এগিয়ে যায় ২-০ ব্যবধানে। স্বাগতিকরা এরপর ব্যবধানও কমায়। ম্যাচের ৭৮তম মিনিটে মোহাম্মদ মুতারির গোলে কাতার স্কোর লাইন ২-১ করে।
ব্যবধান কমিয়ে আনা কাতার ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। একের পর এক আক্রমণও করতে থাকে। তবে ভাগ্যকে পাশে পায়নি দলটি। তাদের বেশ কিছু শট বারে লেগে ফিরেছে। সেনেগাল কোচ দ্বিতীয়ার্ধে মাঠে নামান বাম্বা ডিয়েংকে। কোচের আস্থার প্রতিদান দিয়ে মাঠে নেমেই তিনি কাতারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। ম্যাচের ৮৪তম মিনিটে তার গোলে নিশ্চিত হয় সেনেগালের জয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০