নিজস্ব প্রতিবেদকঃ নির্ধারিত হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের দিনক্ষণ। ২০২৪ সালের ১৯ জানুয়ারি পর্দা উঠছে টুর্নামেন্টের। ফাইনালের মধ্যে দিয়ে ৪৬ ম্যাচের আসর শেষ হবে ১ মার্চ। প্রায় দেড় মাস ব্যাপী চলা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও আসরের নবাগত দল দুর্দান্ত ঢাকা।
একই দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আসরের বর্তমান রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রতিদিন প্রথম ম্যাচ দুপুর দেড়টায় শুরু হবে। আর রাতের ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে শুক্রবারের দিনগুলোতে দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায় আর রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।
এবারও তিন ভেন্যুতেই হবে বিপিএলের আসর। ঢাকা, সিলেট ও চট্টগ্রামে হবে খেলা। তবে ম্যাচের সংখ্যা বেড়েছে সিলেটে। ৬ দিনে ১২ ম্যাচ খেলা হবে দেশের সবচেয়ে নয়নাভিরাম স্টেডিয়ামে। সমান ম্যাচ হবে চট্টগ্রামেও। ঢাকায় তুলনামুলক ম্যাচ কমেছে। তবে এরপরও তিন ধাপে ২২টি ম্যাচ হবে মিরপুরে। নক আউট পর্বের সব ম্যাচই হবে এখানে।
১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ঢাকায় প্রথম পর্বের খেলা চলবে।এরপর ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আবারও দলগুলো ঢাকায় ফিরে আসবে। তৃতীয় পর্বে ৬ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় খেলা হবে। চতুর্থ পর্বে চট্টগ্রামে ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি খেলা হবে। আর সবশেষ অংশের ম্যাচ ২৩ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত হবে ঢাকায়।
গেল আসরের মতো এবারও সব মিলিয়ে ৭টি দল অংশ নিচ্ছে বিপিএলে। সেই দলগুলো হলো, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স ও দুর্দান্ত ঢাকা। এর মধ্যে টুর্নামেন্টে নতুন নামে নতুন মালিকানায় এসেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post