স্পোর্টস ডেস্কঃ ২০২৩-২৪ মৌসুমের জন্য ২০ জন ক্রিকেটারকে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকার প্রস্তাব দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আর সেখানে পেসার অ্যাডাম মিলনেকে সবশেষ পাঁচ বছরের মধ্যে এই প্রথমবারের মতো দেওয়া হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে থাকার প্রস্তাব।
এর আগে জাতীয় দলে খেলেছেন, খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আসরেও। এরপরও অবশ্য নানা কারণে কেন্দ্রীয় চুক্তিতে থাকা হয়নি মিলনে। মাঝে এক বছর বাইরেও ছিলেন মাঠের। তবে এনজেডসির পক্ষ থেকে পাঁচ বছর পর নতুন মৌসুমের আনুষ্ঠানিক চুক্তির প্রস্তাব পেয়েছেন এই ৩১ বছর বয়সী ক্রিকেটার।
এদিকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব পেয়েছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলকেও। তবে প্রস্তাব দেওয়া হয়নি মার্টিন গাপটিল, জিমি নিশাম ও ট্রেন্ট বোল্টকে। মূলত এই তিনজনই নিজে থেকে চুক্তিতে থাকতে অস্বীকৃতি জানিয়েছেন, তাই দেওয়া হয়নি প্রস্তাব। এছাড়া অবসরে চলে যাওয়ায় কলিন ডি গ্র্যান্ডহোমকেও প্রস্তাব দেওয়া হয়নি।
তবে প্রস্তাব দেওয়া হয়েছে টিম সাউদি, কেন উইলিয়ামসনদের মতো ক্রিকেটারদের। আগামী ১২ জুনের মধ্য ক্রিকেটারদের চুক্তিতে থাকার সম্পর্কে নিজেদের মত জানিয়ে দিতে বলা হয়েছে।
এনজেডসির কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব যাওয়ার তালিকা
ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিইসন, টম লাথাম, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ব্লেয়ার টিকনার, নেইল ওয়াগনার, কেন উইলিয়ামসন এবং উইল ইয়ং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post