স্পোর্টস ডেস্ক:: ক্যারিয়ারের শেষ সময়ে অধিনায়কত্ব পেলেন জেমন অ্যান্ডারসন। ইংল্যান্ডের সাবেক এই পেসার বর্ণাঢ্য ক্যারিয়ারের অন্তিম সময়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দল ল্যাঙ্কাশায়ারের স্থায়ী অধিনায়ক হয়েছেন। ২০২৫ সালে দুবার ল্যাঙ্কাশায়ারের অন্তর্বর্তীকালীন অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন তিনি।
তবে পূর্ণ অধিনায়কত্ব এর আগে তিনি পাননি। এবার ল্যাঙ্কাশায়ার তাকে স্থায়ী অধিনায়ক করেছে। ক্লাবটির আগের অধিনায়ক কিটন জেনিংস দায়িত্ব ছেড়েছেন।তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন অ্যান্ডারসন। আগামী গ্রীষ্মে ৪৪তম জন্মদিন পালন করতে যাওয়া অ্যান্ডারসন ল্যাঙ্কাশায়ারে যোগ দেন ২০০২ সালে।
অ্যান্ডারসন টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সাদা পোশাকে ইংল্যান্ড জাতীয় দলকে বিদায় জানিয়েছেন গত বছর জুলাইতে। তবে তার পারফরম্যান্স চিড় ধরেনি। জাতীয় দল থেকে অবসর নিলেও কমেনি বোলিংয়ে দক্ষতা। এখনও তিনি ব্যাটারদের ত্রাস। গত বছরের চ্যাম্পিয়নশিপে ৬ ম্যাচে ২৫.৯৪ গড়ে শিকার করেন ১৭টি প্রথম শ্রেণির উইকেট।
ল্যাঙ্কাশায়ারের স্থায়ী অধিনায়ক হয়ে উচ্ছ্বসিত অ্যান্ডারসন বলেন, ‘গত মৌসুমে প্রথমবারের মতো ল্যাঙ্কাশায়ারের নেতৃত্ব দেওয়া ছিল আমার জন্য অত্যন্ত গর্বের। নতুন মৌসুম সামনে রেখে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। আমরা একটি দারুণ দল পেয়েছি, যেখানে তারুণ্য ও অভিজ্ঞতার এক চমৎকার সমন্বয় রয়েছে। আমরা সবাই মিলে যা অর্জন করতে পারি, তা নিয়ে আমি খুবই আশাবাদী। এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য হলো দ্রুত প্রথম বিভাগে ফিরে যাওয়া।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































