স্পোর্টস ডেস্ক:: ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও ক্রিস্টিয়ানো রোনালদো তারুণ্যে উজ্জীবিত এক নাম। গোলের পর গোল করে মাইল ফলক তৈরি করাই যেনো তার কাজ। এবার সাড়ে নয়শো গোলের ইতিহাস গড়েছেন তিনি।
সৌদীর প্রো লিগে আল হাজেমকে ২-০ গোলে হারিয়েছে রোনালদোর দল আল নাসর। ম্যাচটিতে গোল করে ৯৫০ গোলের মাইলফলকে পৌঁছান সিআর সেভেন। রোনালদো সৌদি লিগে নিজের মোট গোলসংখ্যা দাঁড় করালেন ৮০-এ, আর আল নাসরের জার্সিতে তার গোলসংখ্যা এখন ১০৬। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ২০২২ সালের ডিসেম্বরে প্রো লিগে পাড়ি জমানো রোনালদো রীতিমতো উড়ছেন।
রোনালদোর ক্যারিয়ারের গোলসংখ্যা (অফিসিয়াল)
স্পোর্টিং সিপি: ৫
ম্যানচেস্টার ইউনাইটেড: ১৪৫
রিয়াল মাদ্রিদ: ৪৫০
জুভেন্টাস: ১০১
আল নাসর: ১০৬
পর্তুগাল জাতীয় দল: ১৪৩
মোট: ৯৫০ গোল
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































