স্পোর্টস ডেস্ক:: ডলার, টাকা ও কাপড়-চোপড় চুরি হওয়া মেয়েদের ক্ষতিপূরণ দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। সাফ জয় করে নেপাল থেকে ফেরার পথে নারী ফুটবলারদের লাগেজ কেটে চুরি করা হয় নগদ টাকা, ডলার ও কাপড়-চোপড়।
এই ঘটনায় দেশব্যাপী আলোচনার ঝড় উঠে। বিমান বাংলাদেশ ও শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃবিত দিয়ে জানায়, বাফুফে অক্ষত লাগেজ বুঝে নিয়েছে। বিমানবন্দর থেকে চুরির ঘটনা ঘটেনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি ও মতিঝিল থানায় আরো একটি সাধারণ ডায়রী করে। মেয়েদের ডলার ও টাকা পয়সা চুরির ঘটনায় সমালোচনা শুরু হলে ফেডারেশন ক্ষতি পূরণ দেওয়ার আশ্বাস দেয়।
আজ শনিবার বাফুফে জানিয়েছে, মেয়েদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। সভাপতি কাজী সালাউদ্দিন এই ক্ষতিপূরণ দিয়েছেন। সাফজয়ী নারী ফুটবলার শাসন্নুহার সিনিয়রকে ১ লাখ টাকা, কৃষ্ণা রানী সরকারকে দেড় লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। সানজিদা আক্তারকে দেওয়া হয়েছে একটি আইফোন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০