স্পোর্টস ডেস্কঃ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরল বার্সেলোনা। রোববার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে জাভি হার্নান্দেজের দল। ন্যু ক্যাম্পে ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন বার্সার ‘গোল্ডেন বয়’ পেদ্রি। এ জয়ে লিগ টেবিলের শীর্ষে থেকে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে কাতালান দলটি। আগামী রোববার রাত সোয়া ৮টায় লা লিগার চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকো।
ম্যাচ জয়ের পর বার্সা কোচ জাভি নিজেদের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘আজ আমাকে কড়া আত্নসমালোচনা করতে হবে। প্রথমার্ধ ভালো ছিল, দ্বিতীয়ার্ধে আমরা তাদের ওপর চাপ প্রয়োগ করা বন্ধ করে দিই। মনস্তাত্ত্বিকভাবে আমরা পিছিয়ে পড়ি।’
জাভি আরো বলেন, ‘দল যখন ভালো খেলবে না তখন তিন পয়েন্ট পাওয়া গুরুত্বপূর্ণ। আমরা টানা সাত ম্যাচ জিতেছি। আমাদের ইতিবাচক দিকগুলো দেখতে হবে। একটা দুর্দান্ত পারফরম্যান্স না আসা পর্যন্ত এমন ম্যাচগুলো আমাদের উতরে যেতে হবে।’
৮ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ২২। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে দুই নম্বরে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়োকানোর বিপক্ষে ড্র দিয়ে লিগ শুরু করা জাভির দল শীর্ষে থেকেই নামবে এল ক্লাসিকোর লড়াইয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০