স্পোর্টস ডেস্কঃ ওপেনার জেসন রয়কে ছাড়াই অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সাম্প্রতিক সময়ে বাজে ফর্মের কারণেই দল থেকে বাদ পড়েছেন রয়। দলকে নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক জস বাটলার।
কিন্তু ইংলিশদের বিশ্বকাপ দলে ডাক পাওয়ার কয়েক ঘণ্টা যেতে না যেতেই চোটে ছিটকে গেছেন জনি বেয়ারস্টো। গলফ খেলতে গিয়ে গোড়ালির নিচের অংশে চোট পেয়েছেন তিনি। তার অস্ত্রোপচার করাতে হবে। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে দারুণ ফর্মে থাকা এই ব্যাটারের।
ইসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লিডসে শুক্রবার গলফ খেলার সময় বেয়ারস্টো একটি দুর্ঘটনায় লোয়ার লিম্বে চোট পেয়েছেন। আগামী সপ্তাহে তিনি একজন বিশেষজ্ঞের সাথে দেখা করবেন চোটের সম্পূর্ণ মাত্রা নিশ্চিত করতে।’
নিজের চোট প্রসঙ্গে বেয়ারস্টো বলেন, ‘আসন্ন সিরিজ বা টুর্নামেন্টে আমি খেলতে পারবো না। কারণ আমি চোটে পড়েছি এবং আমার অস্ত্রোপচার করাতে হবে। গলফ কোর্সে পা পিছলে আজ (শুক্রবার) সকালে আমি এই চোটে পড়েছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে এবং অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে যাওয়া দলকে আমার পক্ষ থেকে শুভকামনা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০