স্পোর্টস ডেস্ক:: আরো একবার সমর্থকদের হতাশ করলো পাকিস্তান। ভারতের কাছে পাত্তাই পেলো না দলটি। বৈশ্বিক আসরে ভারতকে পেলেই যেনো পাকিস্তানের শনির দশা কাটছেই না। ওয়ানডে বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি বা এশিয়া কাপ ভারতকে সামনে পেলেই আত্মসম্পূর্ণ করে বসা দল পাকিস্তান।
২০২২ থেকে আইসিসি ও এসিসির বৈশ্বিক আসরে টানা ৬ ম্যাচ পাকিস্তান হারলো ভারতের কাছে। সবশেষ রোববার রাতে সংয়ূক্ত আরব-আমিরাতে এশিয়া কাপের ম্যাচে ভারতের কাছে আরো একবার ধরা খেলো পাকিস্তান।
শহীদ আফ্রিদী-ওয়াসিম আকরামদের উত্তরাধিকারীরা ভারত ভীতি কাটাতেই পারছেন না। বড় মঞ্চে প্রতিটি ম্যাচের আগেই টানটান উত্তেজনা, কথার লড়াই। সমর্থকদের রোমাঞ্চকর অপেক্ষা। সেই রোমাঞ্চ শেষ পর্যন্ত আর থাকছে না পাকিস্তানী সমর্থকদের।
দুই দল মাঠে নামার আগে টানটান যে উত্তজনা আর কথা যুদ্ধ থাকে, মাঠে নামলেই তা হয়ে যায় এক পেশে। শুধুই ভারতের জয়জয়কার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা ভারতকে আটকানোর ঔষধ যেনো খুঁজেই পাচ্ছে না। ব্যাটে-বলে কোনো মতেই চির বৈরি প্রতিপক্ষের সাথে পেরে উঠছেন না তারা।
টস জিতেও কাজের কাজ কিছুই হলো না পাকিস্তানের। আগে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া পাকিস্তান ব্যাটিংয়ে নেমেই যেনো ব্যাটিং ভুলে গেলো। অলআউট না হলেও টেনেঠুনে মাত্র ১২৭ রান তুলতে পারে দলটি। প্রতিপক্ষ পাকিস্তানের দেওয়া এই রান টপকাতে ভারতকে খুব একটা কষ্ট করতে হয়নি। ২৫ বল হাতে রেখে, মাত্র ৩ উইকেট হারিয়ে ৭ উইকেটের বড় জয়ে এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সূর্যকুমার যাদবের দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































