নিজস্ব প্রতিবেদক:: সিলেটের গোয়াইনঘাটে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সিলেটের ফুটবলারদের উপর হামলার ঘটনায় উত্তাল ফুটবলাঙ্গণ। শহর থেকে ডেকে নিয়ে ফুটবলারদের উপর হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন তারা। বিচারের দাবিতে এরই মধ্যে মানববন্ধন হয়েছে। সিলেটের ফুটবলাররা আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার কথাও ভাবছেন।
ঘটনাটি ঘটেছে গত ২৮ জুলাই। গোয়াইনঘাটের রাধানগরে একটি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় ইসলামপুর একাদশ ও পান্থুমাই একাদশ। দুই দলের হয়েই খেলেন সিলেটের ফুটবলাররা। পান্থুমাই একাদশের হয়ে মাঠে নামেন জামিল, আনোয়ার ও রুমান। তাদের উপরই ঘটে হামলার ঘটনা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ম্যাচের শুরুতেই ইসলামপুর ফুটবল একাদশ এগিয়ে যায়। যদিও কিছুক্ষণ পরেই পান্থুমাই গোল করে ম্যাচে ফেরে। বিরতির আগ পর্যন্ত গোলশুন্য সমতা থাকে। বিরতির পর পান্থুমাই লিড নেয়। এরপরই বাঁধে বিপত্তি। পান্থুমাইয়ের হয়ে খেলা জামিলের গোল উদযাপন ভালো ভাবে নেননি ইসলামপুরের সমর্থকেরা। এক পর্যায়ে তারা মাঠে ঢুকে পড়েন। খেলোয়াড়দের মারপিট করতে থাকেন।
উত্তেজিত সমর্থকদের হামলায় আহত হন জামিল, আনোয়ার ও রুমান। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন সিলেটের ফুটবলাররা। মানবন্ধনে ফুটবলের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
খেলোয়াড়দের উপর এমন হামলার ঘটনায় তোলপাল শুরু হয়। সমালোচনার ঝড় বয়ে যায়। জানতে চাইলে সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধক্ষ্য রুবেল আহমদ নান্নু এসএনপিস্পোর্টসকে বলেন, গোয়াইনঘাটে সিলেটের ফুটবলারদের উপর হামলা করা হয়েছে। যা অত্যন্ত বাজে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি, মানববন্ধন করেছি। সুষ্টু সমাধান না হলে আমরা আরো ‘কঠোর’ কর্মসূচি দেব।
এসএনপিস্পোর্টসটোয়েনন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০