স্পোর্টস ডেস্কঃ গত মাসের শেষদিকে অপহরণের শিকার হয়েছিলেন কলম্বিয়ার তারকা ফুটবলার লুইস দিয়াজের বাবা-মা। লিভারপুলের এই তারকার বাবা-মা’কে গত ২৮ অক্টোবর কলম্বিয়ার লা গুয়াজিরার বারাঙ্কাস থেকে অপহরণ করা হয়। এরপর তাঁর মা’কে দেশটির নিরাপত্তাবাহিনী উদ্ধার করতে সমর্থ হলেও বাবা নিখোঁজ রয়েছেন।
এদিকে দিয়াজ তাঁর বাবার মুক্তি চেয়েছেন। গত রাতে প্রিমিয়ার লিগে লুটন টাউনের বিপক্ষে হারতে বসা লিভারপুলের ত্রাতা এই কলম্বিয়ান তারকা। শেষ মূহুর্তে গোল করে দলের হার এড়ান তিনি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হার্ভি এলিয়টের ক্রস থেকে জাল কাঁপান দিয়াজ। তারপর জার্সি উঁচু করেন, আন্ডারশার্টে লেখা ছিল, ‘লিবার্তাদ পারা পাপা’, যার অর্থ ‘বাবার জন্য স্বাধীনতা’।
দিয়াজের আবেগঘন মুহূর্ত নিয়ে ক্লপ বলেছেন, ‘একটি চমৎকার মুহূর্ত। কিন্তু এটা পরিস্থিতি পাল্টাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার বাবার মুক্তি পাওয়া। আমাদের জন্য একটি মহাগুরুত্বপূর্ণ গোল এবং তার জন্যও গুরুত্বপূর্ণ ও আবেগের।’
দিয়াজের গোলের আগে অবশ্য হারের পথে ছিল লিভারপুল। কেনিলওয়ার্থ রোডে শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল সফরকারী দল তারা। শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসে ক্লপের দল। প্রথম হাফে প্রতিপক্ষের গোল বারে ১১টি শট নেয় সালাহ-নুনেজরা। তবে তাতে গোল করতে ব্যর্থ হয়। গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।
ম্যাচের ৮০ মিনিটে লুটনের এক কাউন্টার অ্যাটাক থেকে গোল খেয়ে যায় অল রেডরা। লিভারপুলের পাওয়া কর্নার থেকে বল পেয়ে যান সাবেক চেলসি মিডফিল্ডার রস বারক্লে। ডি বক্সের কিছুটা বাইরে থেকে বারক্লে পাস দেন কাবোরকে। বল পেয়েই কাবোর থ্রু বল দেন ডি বক্সে থাকা তাহিথ চংকে। কাবোরের বল পেয়েই ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান এই ডাচ তারকা।
১১ ম্যাচে লিভারপুল ২৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে। তাদের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে ম্যানসিটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post