স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হোসেলুর জোড়া গোলে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বায়র্নের পক্ষে একমাত্র গোলটি করেন আলফনসো ডেভিস। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থাকায় ফাইনালে উঠেছে রিয়াল। ম্যাচের যোগ করা সময়ের ১৩তম মিনিটে বায়ার্নের সেন্টারব্যাক ম্যাথিয়াস ডি লিখট রিয়ালের জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু রেফারি তার আগেই অফসাইডের বাঁশি বাজান। ফিলে গোলটি বাতিল হয়ে যায়। এই গোলটি হলে বায়ার্ন ম্যাচে সমতায় ফিরত। ফলে খেলা অতরিক্ত সময়ে গড়াতে পারতো। এই গোল বাতিল করায় মাঠেই রেফারির সঙ্গে তর্কে জড়িয়েছিলেন বায়ার্নের কোচ টমাস টুখেল ও খেলোয়াড়রা।
ডি লিখটের গোলটি বাতিল হওয়ায় খেপেছেন মুলার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘রেফারি ভিএআর এর সাহায্য নেয়নি। তিনি এটা দেখার সুযোগও পাননি। এমন পরিস্থিতি খুব অদ্ভুত, এত দ্রুত বাঁশি বাজালেন! অবিশ্বাস্য সিদ্ধান্ত। সাধারণত বাঁশি বাজানোর আগে তিন মিটার দৌড়ানোর সুযোগ দেওয়া হয়। জানি না আসলে কী ঘটেছে।’ মুলার কিন্তু এখানেই থামেননি; রিয়ালের প্রতি অভিযোগের আঙুল তুলে বায়ার্ন কিংবদন্তি আরও বলেছেন, ‘দুঃখজনকভাবে মাদ্রিদে এটা প্রায়ই হয়। ২০১৭ সালেও আমাদের সঙ্গে এটা ঘটেছে, ক্রিস্টিয়ানো রোনালদো দুই গোল করেছিল…তবে সেটা ভিএআরের আগে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post