স্পোর্টস ডেস্কঃ লা লিগার গ্রানাডা বনাম অ্যাথলেটিক বিলবাওয়ের মধ্যকার রোববারের ম্যাচটি বাতিল করা হয়েছে। মূলত গ্যালারিতে এক সমর্থক মারা যাওয়ার ঘটনায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। জানা গেছে, মারা ঐ সমর্থক গ্রানাডার। নিয়মিত মাঠে বসে খেলা দেখতেন। প্রতিবারের মতো রোববারও তিনি অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি গ্যালারিতে বসেন। আর সেখানেই হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যান।
ব্রিটিশ ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাঠের মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম এস্তাদিও নুয়েভো লস কারমেনেসে। তিনি যখন হৃদ্রোগে আক্রান্ত হন ততক্ষণে দুই দলের মধ্যে খেলা শুরু হয়ে গিয়েছিল। পরে ১৭ মিনিটের মধ্যে ওই ম্যাচটি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়। যদিও পরে দুই দলই ম্যাচটি পুরোপুরি বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এদিকে লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচটি পরবর্তীতে খেলার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করা হবে। এই ঘটনায় লা লিগার অন্যান্য দলও শোক জানিয়েছে। বার্সেলোনা এক বিবৃতিতে বলা জানিয়েছে—‘গ্রানাডা এবং অ্যাথলেটিক ক্লাবের মধ্যে খেলা চলাকালীন মারা যাওয়া ভক্তের প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এফসি বার্সেলোনা।’
লিগে ১৫ ম্যাচ খেলে ৬ নম্বরে রয়েছে অ্যাথলেটিক ক্লাব। অন্যদিকে গ্রানাডার অবস্থান তলানিতে। অবনমন অঞ্চলে আছে দলটি। ১৫ ম্যাচ খেলে মাত্র ১ জয় তাদের। আছে ২০ দলের মধ্যে ১৯তম অবস্থানে। শীর্ষে আছে জিরোনা। দুইয়ে রিয়াল মাদ্রিদ। গত রাতে জিরোনার কাছে হেরে চারে নেমে গেছে বার্সেলোনা। তাদের আগে অবস্থান (তিনে) অ্যাথলেটিকো মাদ্রিদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post