স্পোর্টস ডেস্কঃ লা লিগায় মৌসুমের দ্বিতীয় ড্র করল রিয়াল মাদ্রিদ। গত রাতে রায়ো ভায়োকানোর বিপক্ষে একের পর এক সুযোগ পেয়েও গোল পান নি রিয়ালের ফুটবলাররা। তাতে লিগ টেবিলে শীর্ষে ওঠার সুযোগ হারাল কার্লো আনচেলত্তির দল।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য ধরে রাখে রিয়াল। ম্যাচের পঞ্চম মিনিটেই দারুণ একটি সুযোগ পেয়ে যান ফেদে ভালভার্দে। তবে গোল হয়নি। বল নিয়ে তাকে আসতে দেখে এগিয়ে সেই প্রচেষ্টা রুখে দেন ভায়োকানোর গোলরক্ষক।
৩১তম মিনিটে বক্সের ভেতর থেকে রিয়ালের ফ্রান গার্সিয়ার শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। ৩৯তম মিনিটে বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে ভিনিসিউস জুনিয়রের কাট-ব্যাকে হোসেলুর শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন সফরকারী গোলরক্ষক স্টোল দিমিত্রিভিস্কি।
৬৭তম মিনিটে ভিনি প্রতিপক্ষের জালে বল পাঠালেও গোল মেলেনি। সেই গোলের বল বিল্ডআপের সময় অফসাইডে ছিলেন হোসেলু। ৭০তম মিনিটে মদ্রিচকে তুলে নামানো হয় রদ্রিগোকে। শেষ দিকে ভায়োকানোর ওপর চাপ বাড়ায় রিয়াল। দুই দলের খেলোয়াড়দের মাঝে কয়েক দফা উত্তেজনাও ছড়ায়, কিন্তু গোল মেলেনি। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়ে দু’দলকে। তাতে লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হায়ার আনচেলত্তির শিষ্যরা।
১২ ম্যাচে ৯ জয়ে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচে তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে জিরোনা। ২৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বার্সেলোনা। ১৮ পয়েন্ট নিয়ে ভাইয়েকানো আছে নবম স্থানে। আগের রাউন্ডে এল ক্লাসিকো জেতা রিয়াল ১৫ ম্যাচ পর লিগে ঘরের মাঠে গোল করতে ব্যর্থ। সবশেষ তাদের এমন অভিজ্ঞতা হয়েছিল গত ২৯ জানুয়ারি, রিয়াল সোসিয়েদাদ ম্যাচে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post