স্পোর্টস ডেস্ক:: সরকারের আর্থিক সহযোগিতা নিয়ে চার বছর পর জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফেডারেশন জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য ১৮ কোটি টাকা বাজেট তৈরি করে। বিশাল এই অর্থ যোগানে বাফুফে সরকারের সহযোগিতা চায়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৫কোটি টাকা, জাতীয় ক্রীড়া পরিষদ ৫ কোটি টাকা করে ১০ কোটি টাকা দিচ্ছে বাফুফেকে। বাজেটের বাকী ৮ কোটি টাকা ফেডারেশন নিজেদের তহবিল থেকে খরচ করবে। সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপের পাশাপাশি বাফুফে ছেলেদের অনূর্ধ্ব-১৭ ও মেয়েদের অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপও আয়োজন করবে।
আগামি ৩০ আগস্ট থেকে শুরু হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। সেদিন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মুন্সিগঞ্জ জেলা ও জামালপুর জেলা। সারা দেশের ৬৪টি জেলা দল এই জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিবে। টুর্নামেন্টের প্রথম দুই রাউন্ড হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে।
শীর্ষ ১৬ দল নিয়ে শুরু হবে নকআউটপর্ব। ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে ফাইনাল। সোমবার বাফুফে ভবনে আয়োজিত টুর্নামেন্টের লোগো ও সূচি উন্মোচন এবং সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি বলেন, ‘এই প্রতিযোগিতার মধ্য দিয়ে জেলায় জেলায় ফুটবল নিয়ে উন্মাদনা তৈরি হবে। সিনিয়রদের আসর চলা অবস্থায় অনূর্ধ্ব-১৭ পুরুষ ও নারী চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হবে। এই তিনটি আসরের মাধ্যমে প্রতিভাবান ফুটবলার বাছাই সম্ভব হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০