স্পোর্টস ডেস্কঃ জনপ্রিয় সংবাদমাধ্যম স্কাই, ইএসপিএন, ম্যানচেস্টার ইভিনিং নিউজ ও মিররের সাংবাদিকদের ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগের মঙ্গলবারের সংবাদ সম্মেলনে নিষিদ্ধ করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, স্কাই স্পোর্টসের প্রধান প্রতিবেদক কাভেহ সোলেখোল, ম্যানচেস্টার ইভিনিং নিউজের ইউনাইটেড প্রতিবেদক স্যামুয়েল লাকহার্স্ট, মিররের ডেভিড ম্যাকডোনেল এবং ইএসপিএনের রব ডসনকে আজ সংবাদ সম্মেলনে ঢুকতে দেওয়া হয়নি।
এই নির্দেশ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের জনসংযোগ পরিচালক অ্যান্ড্রু ওয়ার্ড। বিবৃতি দিয়ে ইউনাইটেড দাবি করে, ক্লাবকে ঘিরে নেতিবাচক সংবাদ করার ক্ষেত্রে তাদের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হয়নি। ‘আমরা বেশ কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমাদের অপছন্দের নিউজ প্রকাশ করার জন্য (এই পদক্ষেপ) নয়, বরং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের মন্তব্য জানতে আমাদের সঙ্গে যোগাযোগ না করে এসব প্রকাশ করার জন্য।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post