নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হারল ভারত। বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ রানের জয় পায় টাইগাররা। মিরপুরে স্বাগতিকদের জয়ের দিনে ভারত হারাল স্কোয়াডের তিন ক্রিকেটারকে। চোটের কারণে ছিটকে গেছেন অধিনায়ক রোহিত শর্মা। এ তালিকায় নাম আছে দুই পেসার দীপক চাহার ও কুলদিপ সেনের।
সিরিজ হারের সংবাদ সম্মেলনে তিন ক্রিকেটারের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছেন ভারত কোচ রাহুল দ্রাবিড়। তিনি জানান, মুম্বাই যাওয়ার পর রোহিতের আঙ্গুলে স্ক্যান করা হবে। যদি দ্রুত নিরাময়যোগ্য হয়, তাহলে টেস্ট সিজের জন্য ফিরে আসবেন। আর যদি অবস্থা গুরুতর হয়, তাহলে তার আর বাংলাদেশে না আসারও সম্ভাবনা রয়েছে।
প্রথম ম্যাচে চোট পাওয়ায় দ্বিতীয় ওয়ানডেতে খেলা হয়নি সেনের। এদিন তার বদলি হিসেবে একাদশে সুযোগ পেয়েছিলেন উমরান মালিক। দ্বিতীয় ওয়ানডে বোলিং করার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন দীপক। যদিও চোট নিয়েই ব্যাটিং করেছেন তিনি। তবে শেষ ম্যাচ থেকে ছিটকে যেতে হয়েছে তাকে।