স্পোর্টস ডেস্কঃ নতুন মৌসুম শুরুর আগে পিএসজি হারায় কিলিয়ান এমবাপেকে। দীর্ঘদিনের সম্পর্ক চুকিয়ে ফ্রেঞ্চ এই তারকা পিএসজি ছেড়ে পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। আর এই ফরোয়ার্ডকে ছাড়া নতুন মৌসুমের লিগ ওয়ানের শুরুটা জয়ে রাঙাল লুইস এনরিকের দল।
লা হাভরেকে তাদের মাঠেই পিএসজি হারিয়েছে ৪-১ গোলে। পিএসজির হয়ে গোল চারটি করেছেন লি কাং-ইন, উসমান দেম্বেলে, ব্রাডলি বারকোলা ও রান্দাল কোলো মুয়ানি। ৩ মিনিটে কাং-ইনের করা গোলে এগিয়ে যায় প্যারিসের দলটি। তবে সেই গোল ৪৮ মিনিটে পরিশোধ করেন হার্ভের গাতিয়ের লরিস।
৮৩ মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতায় ছিল ম্যাচ। এরপর একপর্যায়ে মনে হচ্ছিল, ম্যাচটা হয়তো ড্রতেই শেষ হতে যাচ্ছে। কিন্তু দৃশ্যপট বদলে যেতে খুব বেশি সময় লাগেনি। তিন বদলি খেলোয়াড় ৬ মিনিটের মধ্যে ৩ বার প্রতিপক্ষের জালে বল জড়ান। ৮৪ মিনিটে ব্যবধান ২-১ করেন দেম্বেলে। এরপর ৮৬ মিনিটে বারকোলা এবং ৯০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন কোলো মুয়ানি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০






























