নিজস্ব প্রতিবেদক: টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.১ ওভারে রংপুর অলআউট হয় ১১৪ রানে। জবাবে ১৭.৩ ওভারে ৪ উইকেটে ১১৯ রান করে সিলেট।
রান তাড়ায় সিলেটের পক্ষে সবচেয়ে বেশি আলো ছড়ান পারভেজ হোসেন ইমন। ৪১ বলে সমান তিনটি করে চার ও ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন ইমন। আরেক ওপেনার তৌফিক খানও হাত খুলে খেলেন। ২২ বলে একটি চার ও চারটি ছক্কায় ৩৩ রান করেন তৌফিক। ওয়ানডাউনে নামা আরিফুল ইসলাম ২৬ বলে ২১ এবং আসিফ হোসেন ১৫ বলে ১২ রান করেন।
রংপুরের পক্ষে ৩ ওভারে ১৮ রানে নাহিদ রানা পান ২ উইকেট। একটি করে উইকেট নন নাঈম হাসান ও সুফিয়ান মুকিম।































