নিজস্ব প্রতিবেদকঃ টেস্ট অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়ে দারুণ রেকর্ড গড়েছিলেন জাকির হাসান। এবার তাঁর সামনে ছিল আরেকটি সেঞ্চুরির সুযোগ। কিন্তু হলো না। আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭১ রানে থামতে হলো বাঁহাতি এই ওপেনারকে।
দলের লিড ৪০০ ছাড়িয়ে নিয়ে যাওয়া জাকির হাঁটতে থাকেন সেঞ্চুরির পথে। কিন্তু রান আউটে কপাল পুড়ে তাঁর। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়ে এই ওপেনারকে। থার্ডম্যানে বল টেলে তিন রান নিতে চেয়েছিলেন তিনি।
ইব্রাহিম জাদরানের করা দারুণ থ্রো উইকেটকিপার আফসার জাজাইয়ের কাছে পৌঁছেছে, জাকির ক্রিজের বেশ বাইরেই তখন। তাঁর রানআউটে ভাঙল শান্তর সাথে ১৭৩ রানের জুটি। ৯৫ বলে ৮ চারে ৭১ রান করেন জাকির। বাংলাদেশের লিড প্রায় সাড়ে চারশ’র কাছাকাছি।
অভিষেকে টেস্টে ভারতের বিপক্ষে জাকির করেছিলেন ১০০। এরপর মিরপুরে একই প্রতিপক্ষের বিপক্ষে আরেক টেস্টে ৫১। আজ আফগানদের বিপক্ষে তাঁর রান ৭১। ৩ টেস্টের ক্যারিয়ারে ৪৩ গড়ে ২৫৮ হয়ে গেছে জাকিরের। ১ সেঞ্চুরির সাথে আছে ২ ফিফটি তাঁর নামের পাশে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post