নিজস্ব প্রতিবেদক:: সিলেটের তরুণ ব্যাটার জাকির হাসান তুলে নিয়েছেন আরেকটি ডাবল সেঞ্চুরি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে তিনি খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। তার ব্যাটে চড়ে স্বাগতিক সিলেট প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছে ৯ উইকেটে ৪৮১ রানে।
আগে ব্যাট করতে নামা সিলেট দুই ওপেনার তান্না ও তুষারের ব্যাটে পায় দারুণ শুরু। ওয়ানডে স্টাইলে ওপেনার তুষার করেছেন ৬৮ রান। ৬৩ বলের ইনিংসে তিনি আট চার ও তিন ছক্কা হাঁকিয়েছেন। আরেক ওপেনার তান্না করেন ৩৯ রান। তাদের উদ্বোধনী জুটিতেই সিলেট পায় ৯৪ রান।
চারে নামা জাকির হাসান প্রথম দিনই শতক হাঁকিয়ে থাকেন অপরাজিত। দ্বিতীয় ব্যাট করতে নেমে তুলে নেন ডাবল সেঞ্চুরি। ১৮ চার ও ২ ছক্কায় ৩১৮ বলে ক্যারিয়ার সেরা ২১৩ রানের ইনিংসটি সাজিয়েছেন তিনি। তাকে দারুন সঙ্গ দেওয়া আসাদুল্লাহ আল গালিবও ফিফটি করেছেন। সাত চারে ১৭৩ বলে ৬৭ রান করেছেন তিনি। ২৫ রান করেছেন আল আমিন জুনিয়র। ২১ রান করেছেন সাকিব।
চট্টগ্রামের হয়ে হাসান মুরাদ ৫টি ও রনি চৌধুরী ২টি করে উইকেট লাভ করেন।
৪৮১ রানে পিছিয়ে থেক নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করবে চট্টগ্রাম বিভাগ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০