স্পোর্টস ডেস্কঃ টেস্ট ক্রিকেটের অভিষেক সিরিজেই দুর্দান্ত পারফরমেন্স করেছেন ক্যারিবীয় পেসার শামার জোসেফ। অজিদের বিপক্ষে টেস্টে হয়েছেন সিরিজ সেরা। এবার সেই শামার জোসেফ জিতলেন জানুয়ারির মাস সেরা ক্রিকেটার।
জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন গায়ানার দুর্গম গ্রাম থেকে উঠে আসা শামার। অ্যাডিলেডে ক্যারিয়ারের প্রথম বলেই গড়েন উইকেট নেওয়ার কীর্তি, সেটাও আবার সময়ের সেরা ব্যাটার একজন স্টিভেন স্মিথের। এরপর আরও চার শিকার ধরে উইন্ডিজের প্রথম বোলার হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি। এরপর ব্যাট হাতেও খেলেন কার্যকর এক ইনিংস। ১১ নম্বরে নেমে দলের প্রয়োজনে করেছেন ৩৬ ও ১৫।
Discussion about this post