নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় ক্রিকেট লিগে নতুন রাউন্ডের খেলা শুরু হয়েছে সোমবার থেকে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি লড়াইয়ে নেমেছে রাজশাহী ও বরিশাল বিভাগ। আগে ব্যাট করতে নামা রাজশাহী প্রথম দিনের পুরোটাই নিজেদের করে নিয়েছে।
টস হেরে ব্যাট করতে নামা রাজশাহী প্রথম দিন শেষে সংগ্রহ করেছে বিনা উইকেটে ২৪২ রান। উদ্বোধনী জুটিতে এই রান নিয়েই প্রথম দিনের পুরোটা পার করে দিয়েছেন দুজন। ৯০ ওভার বল করলেও, রাজশাহীর কোনো উইকেটই তুলে নিতে পারেনি বরিশাল। অপরদিকে রাজশাহীর হয়ে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন দুই ওপেনার জুনায়েদ সিদ্দিকী ও জহুরুল ইসলাম অমি।
এর মধ্যে জহুরুল অপরাজিত আছেন ১২৭ রান করে। তার ২৩৪ বলের ইনিংসটি সাজানো ১২ বাউন্ডারি ও ১ ছক্কার মারে। এদিকে জুনায়েদ সিদ্দিকী ১০৯ রান করে অপরাজিত ছিলেন। তিনি ৩০৬ বল খেলে ১৩ বাউন্ডারিতে সাজিয়েছেন ইনিংসটি। দুজনই প্রায় সাড়ে ৬ ঘন্টা করে ব্যাট করেছেন।
বরিশালের হয়ে সবচেয়ে বেশি ২৬ ওভার করেছেন তানভীর ইসলাম। ১৬ ওভার করেছেন রুয়েল মিয়া আর ১৪ ওভার করেছেন কামরুল ইসলাম রাব্বি। সব মিলিয়ে ৬ জন বল হাতে নিয়ে হাত ঘুরিয়েছেন। তবে কেউই কোনো উইকেট তুলে নিতে পারেননি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা