স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তী লিওনেল মেসি গুডবাই জানালেন সমর্থকদের। দেশের জার্সিতে, দেশের মাটিতে ফুটবল পায়ে উৎসব আর হবে না। জাতীয় দলের হয়ে প্রিয় মাতৃভূমিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। জোড়া গোল করে ঘরের মাঠে বিদায়ী ম্যাচ রাঙিয়ে হাত নেড়ে সমর্থকদের ‘গুড বাই’ জানিয়ে বুয়েনস আয়ার্স ছেড়েছেন তিনি।
বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়েই ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মেসি। পরিবারের সকল সদস্য আর আর্জেন্টিনার হাজার হাজার সমর্থক মাঠে থেকে বিদায় দিয়েছেন প্রিয় তারকাকে। নিজের দেশে শেষ ম্যাচে অসাধারণ পাস, ড্রিবলিং দিয়ে ভক্তদের মুগ্ধ করেছেন লিওনেল মেসি। করেছেন জোড়া গোলও। মেসির জোড়া গোলে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। সতীর্থের সঙ্গে ঘরের মাঠে তাঁর শেষ ম্যাচে গোল করেছেন লাউতারো মাটিনেজও।
আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সের ঐতিহাসিক এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়াম ছিলো মেসিময়। বিদায়ী ম্যাচ শেষে হাত নেড়ে সমর্থকদের গুডবাই জানিয়েছেন বিশ্ব ফুটবলের কিংবদন্তী। ম্যাচের ৩৯ মিনিটে আসে প্রথম গোল। হুলিয়ান আলভারেজ বক্সে বল কেটে দেন এবং মেসি স্বভাবসুলভ শৈল্পিক ভঙ্গিতে সেটি জালে পাঠান। গোলকিপারের মাথার ওপর দিয়ে দারুণ দক্ষতায় তুলে দেন আটবারের ব্যালন ডিঅরজয়ী তারকা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় লাওতারো ৭৬ মিনিটে নিকোলাস গঞ্জালেসের ক্রস থেকে দারুণ হেডে গোল করে দলকে ২-০ তে এগিয়ে দেন। এর মাত্র চার মিনিট পর থিয়াগো আলমাদার পাস থেকে কাছ থেকে শট নিয়ে সহজেই নিজের দ্বিতীয় গোল করেন মেসি। আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে। মেসির জন্য এই রাত ছিল বিশেষ আবেগময়। জাতীয় সঙ্গীতের সময় সন্তানদের সঙ্গে মাঠে প্রবেশ করেন মেসি। শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের করতালিতে সিক্ত হন। সমর্থকেরা পুরো ৯০ মিনিট তার নাম গেয়ে গেয়ে উদযাপন করেন। আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ এনে দেওয়া এবং অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া মেসিকে সংবর্ধনা দেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০