নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৯ রানের বিশাল এক পুঁজি পেয়েছে দলটি। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন উইল জ্যাকস। বিস্ফোরক ব্যাটিংয়ে ফিফটি হাঁকিয়েছেন লিটন দাস ও মঈন আলি।
জিততে হলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে এখন করতে হবে ২৪০ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই আগ্রাসী কুমিল্লার দুই ওপেনার লিটন দাস ও উইল জ্যাকস। দুজনে মিলে ৭.৫ ওভারে ৮৬ রানের উদ্বোধনী জুটি গড়েন। ঝড়ো ব্যাটিংয়ে ৩১ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৬০ রানের ইনিংস খেলা লিটনের বিদায়ে ভাঙে সেই জুটি।
তবে টপ অর্ডারে নেমে গোল্ডেন ডাক মেরে ফিরেন তাওহীদ হৃদয়। চারে নেমে ব্রুক গেস্ট খুব একটা সুবিধা করতে পারেননি। ১১ বলে ১০ রান করে বিদায় নিয়েছেন দলীয় ১১১ রানের মাথায়। তবে এরপর আর কোনো উইকেট হারায়নি কুমিল্লা। মঈন আলিকে সাথে নিয়ে অবিচ্ছিন্ন ১২৮ রানের ঝড়ো জুটি গড়ে দলের রান পাহাড়সম উচ্চতায় নিয়ে যান।
৫৩ বলে ৫ চার ও ১০ ছক্কায় ১০৮ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন উইল জ্যাকস। ইংলিশ ব্যাটারের হাত ধরে চলতি বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পাওয়া গেল। দুটোই এসেছে কুমিল্লার ব্যাটারদের হাত ধরে। এদিকে অপরপ্রান্তে ২৪ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৩ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত থাকেন মঈন আলি।
চট্টগ্রামের হয়ে ২ উইকেট পেলেও, ৪ ওভারে ৪৯ রান খরচ করেছেন শহিদুল ইসলাম। ২ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন সৈকত আলি। ৪ ওভারে ৬৯ রান খরচ করলেও, কোনো উইকেট পাননি আল আমিন হোসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post