নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামছে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এর আগে হয়ে গেছে ম্যাচের টস।
আর সেখানে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। যার ফলে আগে ফিল্ডিং করতে নামবে এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন খুলনা টাইগার্স।
রংপুর রাইডার্স একাদশ
নুরুল হাসান সোহান (অধিনায়ক), রনি তালুকদার, সাকিব আল হাসান, রেজা হেনড্রিকস, শেখ মেহেদী, শামীম পাটোয়ারি, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, জিমি নিশাম, ডোয়াইন প্রিটোরিয়াস ও ইমরান তাহির।
খুলনা টাইগার্স একাদশ
এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, অ্যালেক্স হেলস, আফিফ হোসেন ধ্রুব, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাহিদ রানা, নাহিদুল ইসলাম, লুক উড, আকবর আলি ও নাসুম আহমেদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post