স্পোর্টস ডেস্কঃ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। হায়দ্রাবাদে বাংলাদেশ সময় ৭.৩০টায় শুরু হবে ম্যাচটি। তবে ম্যাচের আগে অনুষ্ঠিত হয়েছে টস।
যেখানে জিতেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত। যার ফলে আগে ব্যাট করতে নামছে অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া।
দুই দলের একাদশেই এসেছে একটি করে পরিবর্তন। ভারত একাদশে এক ম্যাচ সুযোগ পাওয়ার পরই বাদ পড়েছেন ঋষভ পন্ত। টি-টোয়েন্টিতে দলে আসা-যাওয়ার মধ্যেই আছেন পন্ত। তার পরিবর্তে এক ম্যাচ পরই ফিরেছেন ভুবনেশ্বর কুমার।
এদিকে অস্ট্রেলিয়া একাদশেও একটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন শন অ্যাবট। তার পরিবর্তে একাদশে ফিরে এসেছেন জস ইংলিশ। সিরিজে বর্তমানে ১-১ সমতা বিরাজ করছে। যারাই জিতবে, তারাই আজ এগিয়ে যাবে।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হার্শাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরাহ ও যুজবেন্দ্র চাহাল।ৎ
অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, ড্যানিয়েল স্যামস, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজলেউড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা