নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্বে শেষ দিনের খেলা মঙ্গলবার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। দুই দলের লড়াই শুরু হবে দুপুর দেড়টায়।
ম্যাচ শুরুর আগে টসে জিতেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক শুভাগত হোম। স্বাগতিকরা আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে বাঁচা-মরার ম্যাচে আগে ফিল্ডিং করতে নামছে এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন খুলনা টাইগার্স। এমন ম্যাচে দলটির একাদশে এসেছেন জেসন হোল্ডার।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
শুভাগত হোম (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম, তানজিদ হাসান তামিম, টম ব্রুস, রোমারিও শেফার্ড, সৈকত আলি, নিহাদউজ্জামান, শাহদাত হোসেন দিপু, শহিদুল ইসলাম, বিলাল খান ও সালাউদ্দিন শাকিল।
খুলনা টাইগার্স একাদশ
এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, পারভেজ হোসেন ইমন, শাই হোপ, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, আরিফ আহমেদ, জেসন হোল্ডার, ওয়েন পারনেল ও নাসুম আহমেদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post