স্পোর্টস ডেস্কঃ ভারত সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার লুঙ্গি এনগিদি পায়ের চোটে পড়েছেন। আর সেই চোটের কারণে তিনি ছিটকে গেছেন টি-টোয়েন্টি সিরিজ থেকে। শুধু তাই নয়, আসন্ন টেস্ট সিরিজেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
টি-টোয়েন্টি সিরিজে আগেই বিশ্রাম দেওয়া হয়েছে কাগিসো রাবাদাকে। আর চোটে ছিটকে গেছেন আনরিখ নরকিয়া। এবার এনগিদি না থাকায় অভিজ্ঞ পেসারদের ছাড়াই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ এই সিরিজে প্রথম পছন্দের তিন পেসারের কাউকেই পাচ্ছে না প্রোটিয়ারা।
প্রথম পছন্দের তিন পেসার না থাকলেও দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ বেশ ভালো। মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজে, লিজার্ড উইলিয়ামস, ওটনিয়েল বার্টমান ও হেনড্রিকসদের সঙ্গে আছেন অলরাউন্ডার নান্দ্রে বার্গার ও আন্দিলে ফেলুকোয়াইয়ো। স্পিনে অধিনায়ক অ্যাইডেন মার্করাম, কেশব মাহরাজ ও তাব্রাইজ শামসি আছেন।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: অ্যাইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, ম্যাথু ব্রিৎজ, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজে, ডোনোভান ফেরেইরা, রেজ়া হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মাহরাজ, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকোয়াইয়ো, তাব্রাইজ শামসি, ট্রিস্টান স্টাবস ও লিজার্ড উইলিয়ামস।
দক্ষিণ আফ্রিকা ও ভারতের টি-টোয়েন্টি সিরিজ সূচি:
প্রথম টি-টোয়েন্টি- ১০ ডিসেম্বর- ডারবান
দ্বিতীয় টি-টোয়েন্টি- ১২ ডিসেম্বর- জর্জেস পার্ক
তৃতীয় টি-টোয়েন্টি- ১৪ ডিসেম্বর- জোহানেসবার্গ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post