স্পোর্টস ডেস্ক:: রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স কাতার বিশ্বকাপে গোল হজম করলো নিউনিসিয়ার কাছে। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় হওয়া তিউনিসিয়া দ্বিতীয়ার্ধে লিড নিয়েছে।
প্রথমার্ধে গোল শুন্য সমতায় শেষে দ্বিতীয়ার্ধে তিউনিসিয়া লিড নিলো দারুণ এক গোলে। ম্যাচের ৫৮তম মিনিটে ওহাবী খাজরীর দারুণ গোলে তিউনিসিয়া এগিয়ে যায় ১-০ গোলে।
বিশ্বকাপে গ্রুপের শেষ পর্বের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হয়েছে তিউনিসিয়া। কিলিয়ান এমবাপেদের প্রথমার্ধে পর্যন্ত আটকে রাখে প্রতিপক্ষ দলটি।
তবে ফরাসি কোচ সুপার সিক্সটিন আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় দ্বিতীয় সারির একাদশ মাঠে নামিয়েছেন। এমবাপেদের মতো বড় তারকারা নেই একাদশে।
ফেবারিট ফরাসিরা শক্তির দিক দিয়ে পিছিয়ে থাকা তিউনিসিয়ার জালে প্রথমার্ধের পুরোটা সময়েও বল পাঠাতে পারেনি। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ফরাসিদের স্তব্ধ করে দেয় তিউনিসিয়ানরা।
কাতার বিশ্বকাপের শেষ ষেলো অনেকটাই নিশ্চিত হয়ে গেছে ফ্রান্সের। তিউনিসিয়ার সেই সম্ভাবনাও নেই। আগের দুই ম্যাচের দু’টি হেরে তাদের বিদায় নিশ্চিত হয়েছে আগেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটক/নিপ্র/ডেস্ক/০০