স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ যাত্রা চলছে দক্ষিণ আফ্রিকার। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে একটিতেও হারেনি প্রোটিয়ারা। সেমি ফাইনালের অনেকটাই কাছে দলটি। তবে এর মাঝেই দুঃসংবাদ শুনেছে দক্ষিণ আফ্রিকা। দলের তারকা ক্রিকেটার ডেভিড মিলারের ওপর অ্যাকশন নিয়েছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আচরণবিধি ভাঙার অভিযোগে ডেভিড মিলারকে তিরষ্কার করেছে আইসিসি। একইসাথে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত করেছে আইসিসি। আনুষ্ঠানিকভাবে এক বিজ্ঞপ্তিতে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিষয়টি।
সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। রোমাঞ্চকর লড়াইয়ের সেই ম্যাচ ৭ রানে জিতেছে প্রোটিয়ারা। তবে এই ম্যাচে একটি ঘটনার জন্য শাস্তি পেয়েছেন মিলার। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৯তম ওভারে ইংলিশ পেসার স্যাম কারানের একটি হাই ফুল টস বল খেলার পর ‘নো’ বলের আশা করেছিলেন মিলার। তবে আম্পায়ার সেটিকে ‘নো’ বল দেননি।
আম্পায়ারের সিদ্ধান্তে মিলার অসন্তোষ প্রকাশ করেন অনেক। এমনকি রিভিউ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু, আন্তর্জাতিক ক্রিকেটে নো বা ওয়াইড বলের কোনো রিভিউ নেওয়ার নিয়ম নেই। আইপিএলে এটা রয়েছে। মিলারের এমন আচরণের জন্যই তাকে শাস্তি দেওয়া হয়। মিলার অবশ্য ম্যাচ রেফারির কাছে নিজের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। তাই বাড়তি শুনানির প্রয়োজন পড়েনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post