স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন অ্যালান ডোনাল্ড। বিশ্বকাপ শেষেই দেশে ফিরে গিয়েছেন তিনি। তার বিদায়ে একটি বার্তা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তাটি প্রকাশ করেন রিয়াদ।
ডোনাল্ডকে ‘ভদ্রলোক’ আখ্যা দিয়ে ইনস্টাগ্রামে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘একজন কিংবদন্তি ও একজন ভদ্রলোক। দারুণ একজন মানুষ। আপনার সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত।’ ডোনাল্ডের বিদায়ের বিষয়টি মোটামুটি নিশ্চিতই ছিল। চলতি মাসের শেষে বাংলাদেশ দলের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হতো। এরপর যে তিনি আর চুক্তি নবায়ন করতে চান না সেটিও জানিয়েছিলেন আগেই। কিন্তু বিশ্বকাপের শেষের দিকে এসে যেভাবে তার বিদায় হলো সেটা কারোরই কাম্য ছিল না।
২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে ডোনাল্ডকে নিয়োগ দেয় বিসিবি। ওটিস গিবসনের জায়গায় তাকে যুক্ত করে টিম ম্যানেজমেন্ট। শুরুতে তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দিয়েছিল বিসিবি। কাজে ভালো করায় এক বছর তার চুক্তি বাড়ানো হয়। বাংলাদেশে দেড় বছর কাজ করার পর চাকরি ছাড়লেন তিনি। গুঞ্জন আছে শ্রীলঙ্কার ক্রিকেটে দেখা যেতে পারে সাবেক এই প্রোটিয়া পেসারকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post