নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা টেস্টের আগেরদিন ইনডোরে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে বল লাগে অফ স্পিনার নাঈম হাসানের। মঙ্গলবার চোট পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি নেট থেকে বেরিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। এ সময় নাঈমের আঙুল দিয়ে রক্ত বের হচ্ছিল। এরপর তাকে আর অনুশীলন করতে দেখা যায়নি।
সিলেট টেস্টে কিউইদের ১৫০ রানে হারানোর ম্যাচে জয়ের নায়ক তাইজুলের সঙ্গে নিয়ন্ত্রিত বোলিং করেন নাঈম। দলের প্রয়োজনে ব্রেক থ্রুও এনে দিয়েছিলেন তিনি। মিরপুর টেস্টেও তৃতীয় স্পিনার হিসেবে তার খেলার কথা। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও যাতে দলের প্রয়োজনে অবদান রাখতে পারেন তাই নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন নাঈম।
নেটে বাঁহাতি পেসার মেহেদী হাসান রানার একটি বল আঘাত করে নাঈমের গ্লাভসে। সঙ্গে সঙ্গে ব্যথার তীব্রতায় তিনি হাতে থাকা ব্যাট ছুড়ে ফেলেন মাটিতে। তাতে করে শঙ্কা জেগেছে পরবর্তী টেস্ট ম্যাচে নাঈমের একাদশে থাকা নিয়ে। যদিও বিসিবির মেডিকেল টিমের পক্ষ থেকে ইনজুরির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। সিলেট টেস্ট জিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে নিজেদের প্রথম ম্যাচেই পূর্ণ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post