নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নব নির্বাচিত পর্ষদের অধীনে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। সিসিডিএমের ব্যবস্থাপনায় ১৮ নভেম্বর থেকে শুরু হবে ঢাকার ক্লাব ক্রিকেটের লড়াই। এই লড়াইয়ে আছেন এক ঝাঁক ‘সিলেটী’ ক্রিকেটার।
ঢাকা লিগে সিলেটের উদীয়মান ক্রিকেটাররা বিভিন্ন ক্লাবের হয়েই খেলেন। তবে এবার একটি ক্লাব পুরাটাই ‘সিলেটী’ ক্রিকেটারদের দখলে। ক্লাবের ১৭ জন ক্রিকেটারের মধ্যে ১৩জনই সিলেটের। ক্লাবটির মালিকানায় সিলেটের ক্রীড়া সংগঠক জগলুল হুদা মিটু আর পরামর্শকের ভুমিকায় জাতীয় মহিলা দলের সাবেক প্রধান কোচ এ.কে.এম মাহমুদ ইমন থাকায় এমন সুযোগ মিলেছে সিলেটের ক্রিকেটারদের।
প্রথম বিভাগ লিগের দল ব্লুজ ক্রিকেটার্স পুরোটাই সিলেটীদের ক্লাব। ক্লাবটির মালিক বিপিএলে সিলেটের দল পরিচালনাকারী জগলুল হুদা মিটু। ক্রিকেটের সর্বোচ্চ লিগে বিনিয়োেগর পাশাপাশি তিনি ঢাকা প্রথম বিভাগ লিগেও দল নিয়েছেন, যারে আরো বেশি করে সিলেটী ক্রিকেটাররা খেলতে পারেন। পাশে পেয়েছেন সিলেটেরই সাবেক ক্রিকেটার, কোচ এ.কে.এম মাহমুদ ইমনকে।
জগলুল হুদা মিটু ক্লাবের মালিকানা নেওয়ার পর পরামর্শকের দায়িত্ব দেন টাইগ্রেসদের সাবেক কোচ মাহমুন ইমনকে। তার ভূমিকাতেই ক্লাবের প্রায় সব ক্রিকেটারই সিলেটী। দলটির কোচের দায়িত্ব পালন করবেন কোচ রিংকু সরকার। সিলেটের তরুণ ১৩ ক্রিকেটার খেলছেন ক্লাবটিতে।
ব্লুজ ক্রিকেটার্সে খেলা সিলেটী ক্রিকেটাররা হলেন- শাহনাজ, অর্ক, রিয়াদ, ফেরদৌস, দিশান, মাহবুব, অনুপ, কামেল, মোজাক্কির, মিনহাজ, রাহিন, সুফল ও ফাহিম বাদশা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































