নিজস্ব প্রতিবেদক:: ২৪তম জাতীয় ক্রিকেট লিগে দারুণ শুরু করলো সিলেট বিভাগীয় দল। প্রথম স্তরের ম্যাচে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সিলেট। স্বাগতিক ঢাকাকে বিকেএসপিতে চার উইকেটে হারিয়েছে সিলেট।
বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে আগে ব্যাট করা ঢাকা নিজেদের পথম ইনিংসে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নামা সিলেট লিড নেয় নিজেদের প্রথম ইনিংসে। অলআউট হয় ১৬৮ রানে।
প্রথম ইনিংসে পিছিয়ে পড়া ঢাকা নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৫৬ রানে গুটিয়ে যায়। ২১৮ রানের সহজ লক্ষ্য সিলেট পেরিয়ে যায় মাত্র ৬ উইকেট হারিয়ে।
ঢাকা প্রথম ইনিংসে ৬৩.১ ওভার পর্যন্ত ব্যাট করে ১২৮ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন রনি তালুকদার। ১৮ রান করেন রাকিবুল হাসান। ১৯ রান আসে নাদিফ চৌধুরীর ব্যাট থেকে।
সিলেটের হয়ে নাবিল সামাদ ৫টি, রাহী, খালেদ ২টি ও সাকিব ১টি করে উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নামা সিলেট নিজেদের প্রথম ইনিংসে ৭৬.১ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করেন অমিত হাসান। জাকির হাসান করেন ৩২ রান। ২৩ রান আসে তানজিম সাকিবের ব্যাট থেকে।
ঢাকার হয়ে অপু ৪টি, তাইবুর ৩টি করে উইকেট লাভ করেন।
পিছিয়ে পড়ে ব্যাট করতে নামা ঢাকা দ্বিতীয় ইনিংসে ৮৪.৪ ওভারে ২৫৬ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৮৯ রান করেন। ২৫ রান আসে রাকিবুল হাসানের ব্যাট থেকে।
সিলেটের হয়ে সাকিব ৫টি, নাবিল ও রাহী ২টি করে উইকেট লাভ করেন।
২১৮ রানের লক্ষ্যে খেলতে নামা সিলেট তান্না ও অনিকের ব্যাটে ৬৫.৪ ওভারে ছয় উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ইনিংস সর্বোচ্চ ৫১ রান করে আসে তান্না ও অনিকের ব্যাট থেকে। ১৫২ বলে ৫১ রান করেন তান্না। ৪৬ বলে নিজের ইনিংসটি সাজান অনিক। ২৩ রান করেন অমিত হাসান। ১৮ রান করে অপরাজিত থাকেন সাকিব।
ঢাকার হয়ে সুমন ও তাইবুর ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০