স্পোর্টস ডেস্ক:: এমনিতেই রংপুর রাইডার্সের কাছে হেরেছে ফরচুন বরিশাল।তার ওপর ম্যাচে সাকিব-তামিমের বিরোধ নতুন করে আলোচনায় এসেছে। ম্যাচ শেষে সেই আলোচনা-সমালোচনায় যেনো ঘি ঢাললো রংপুর রাইডার্স।
ফরচুন বরিশালকে খোঁচা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে রংপুরের ফ্র্যাঞ্চাইজি। বরিশালের দেওয়া ১৫২ রানের চ্যালেঞ্জিং পুঁজির জবাবে ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় ছিনিয়ে নিয়েছে রংপুর।
ম্যাচটিতে বল হাতে সাকিবের প্রথম স্পেলেই প্যাভিলিয়নের পথ ধরেন তামিমইকবাল।এরপর সাকিবের আউটে তামিমেরব্যঙ্গাত্মক উদযাপন নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়।
দুই ক্রিকেটারের এমন জ্বালাময়ী ম্যাচে বাড়তি ঘি ঢেলেছে রংপুর রাইডার্স। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড শেয়ার করেছে রংপুর। যেখানে লেখা, এই মনু লঞ্চ থুইয়া কম্মে গেলা…। বরিশালের আঞ্চলিক ভাষার পোস্টটির অর্থ মূলত- লঞ্চ রেখে কোথায় গেলে।
রংপুর রাইডার্স ছবির ক্যাপশনেও খোঁছা দিয়ে লিখেছে, মনু রে মনু, জেতছে ব্যাডা…? বাদ যায়নি জয় উদযাপনের ভিডিও ক্যাপশনও।সেখানে রংপুর লিখেছে- মনুদের লঞ্চ ডুবিয়ে দেওয়ার মুহূর্ত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post