নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৮২ রানের জবাব দিতে নেমে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। তৃতীয় দিনের শুরুটা দারুণ করলেন দুই অপরাজিত ব্যাটার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। তাদের সাবলীল ব্যাটিংয়ে ৪১৫ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৮২ রান করেছে। লিড দাঁড়িয়েছে ৪১৮। ক্রিজে থাকা শান্ত ৯১ বলে ৮৪ রানে খেলছেন। জাকির হাসান ৯২ বলে ৭০ রান করেছেন। দুজনের জুটি ১৬৫ রানের।
এর আগে ২৩৬ রানের লিড নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয় ওয়ানডে স্টাইলে ইনিংস শুরু করে সাজঘরে ফিরেন দ্রুতই। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে দলীয় ১৮ রানের মাথায় আমির হামজার বলে ইব্রাহিম জর্দানের হাতে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফেরেন তিনি। ৪ চারে ১৩ বলে ১৭ রান করেন। জয় ফেরার পর জুটি গড়ে দলে ৪০০ ছাড়ানো লিড এনে দিয়েছেন শান্ত-জাকির।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post