স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুুতির কোনো কমতি রাখছে না পাকিস্তান। এবার দেশটি তিন দল নিয়ে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানিয়েছে ত্রিদেশীয় সিরিজের জন্য।
পিসিবি টি-২০ ফরম্যাটে সিরিজটি আয়োজনন করতে যাচ্ছে।আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামি এশিয়া কাপেরও আয়োজক সংযুক্ত আরব-আমিরাত। পাকিস্তান ক্রিকেট বোর্ড সেখানে ত্রিদেশীয় সিরিজটি আয়োজন করছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে।
পিসিবির সূচিতে ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো রাখা হয়েছে রাত্রিকালীন। সবগুলো ম্যাচই স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে আফগানিস্তানের। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ৭ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে।
আইসিসির বৈশ্বিক আসরের আগে এশিয়া কাপ হয়। বিশ্বকাপের প্রস্তুুতির অংশ হিসেবেই আয়োজন হয়ে থাকে এশিয়ার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টটি। আইসিসি ২০২৬ টি-২০ বিশ্বকাপের আগে তাই এশিয়া কাপও হবে টি-২০ ফরম্যাটে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
ত্রিদেশীয় সিরিজের সময়সূচি:
২৯ আগস্ট: আফগানিস্তান বনাম পাকিস্তান
৩০ আগস্ট: আরব আমিরাত বনাম পাকিস্তান
১ সেপ্টেম্বর: আরব আমিরাত বনাম আফগানিস্তান
২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম আফগানিস্তান
৪ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম আরব আমিরাত
৫ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম আরব আমিরাত
৭ সেপ্টেম্বর: ফাইনাল
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০