স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা হলো না বাংলাদেশের। শুক্রবার রাতে কিম্বার্লিতে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ৮ উইকেটে হেরেছে টাইগ্রেসরা। টসে হেরে আগে ব্যাটিং করা বাংলাদেশ তুলতে পেরেছিল মাত্র ৯৪ রান, যা ৮ উইকেট আর ২৮ বল হাতে রেখেই টপকে যায় প্রোটিয়ারা।
তিন ম্যাচ সিরিজ ১-১ এ ড্র হয়েছে। সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশের স্বর্ণা আক্তার। সিরিজে ৫ উইকেট নেন তিনি, করেছেন ২৩ রান। এর আগে প্রথম টি–টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১৩ রানে। সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তৃতীয় ম্যাচ বাংলাদেশ হেরে যাওয়ায় সিরিজ শেষ হলো সমতায়।
আগে ব্যাট করা বাংলাদেশ শুরুতেই পড়ে যায় ব্যাটিং বিপর্যয়ে। ৪ রানেই হারায় ওপেনার মুর্শিদা খাতুন ও তিন নম্বরে ক্রিজে আসা সোবহানা মোস্তারির উইকেট। ১৭ রানে ফিরে যান আরেক ওপেনার শামিমা সুলতানা। আশা ভরসার প্রতীক নিগার সুলতানা জ্যোতিও এদিন হতাশ করেছেন। ২০ বলে ১১ রান করে অধিনায়ক নিগার আউট হলে বাংলাদেশ পড়ে হুমকির মুখে।
শেষ ৩৪ বলে বাংলাদেশ তোলে ৪৮ রান। যে রান এসেছে মূলত লতা ও স্বর্ণা আক্তারের সৌজন্যে। দুজনে মিলে গড়েছেন ৩১ বলে ৪৬ রানের জুটি। ৪২ রান করেন লতা। ৯৪ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন টাজমিন ব্রিটস ও লরা ভলভার্ট। তাদের ২৬ বলে ৩৫ রানের জুটি প্রোটিয়াদের জয়ের ভিত শক্ত করে দেয়। এরপর ৫২ রানে আনিকা বোশ ফিরে গেলেও দক্ষিণ আফ্রিকা সহজেই জয় পেয়েছে। অধিনায়ক লরা ৪৯ রানে অপরাজিত ছিলেন।
এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। যার প্রথমটি হবে আগামী ১৬ ডিসেম্বর, ইস্ট লন্ডনে। এই সিরিজটি আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে প্রচেস্টফ্রুমে। আর তৃতীয়টি হবে বেনোনিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post