স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টিতে কোনো কোচ নেই। এশিয়া কাপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত যেটি কিনা চলমান থাকবে। এই সময়ের জন্য একজনকে অবশ্য নিয়েছেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি হলেন শ্রীধরন শ্রীরাম। তাকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে টি-টোয়েন্টিতে নিয়োগ দিয়েছে বিসিবি।
পদের নাম টেকনিক্যাল কনসালটেন্ট হলেও, তিনি মর্যাদা পাচ্ছেন কোচের। দলের অলিখিত কোচ বললেও, ভুল হবে একদমই! তবে নিজের কাজ বেশ পরিষ্কার ধারণা শ্রীরামের। গণমাধ্যমকেও সেই এই দিয়েছেন স্বচ্ছ ধারণা। জানিয়েছেন দলকে নেতৃত্ব দিতে নয়, সহযোগীতা, সমন্বয় করতে এসেছি। দলের বিভিন্ন বিভাগের স্কিল কোচদের একত্রে এনে কাজ করাটাই তার কাজ।
নিজের কাজ প্রসঙ্গে শ্রীরাম বলেন, ‘ব্যাপারটা খুবই সহজ। আমি আমার ভূমিকা নিয়ে একেবারেই পরিষ্কার। আমার কাজ হলো দলের সব রিসোর্সকে সমন্বয় করা। আমাদের অনেক ভালো কয়েকজন স্কিল কোচ আছেন। তাদের কাজের ওপর আমার পুরো আস্থা রয়েছে। আমার কাজই হবে অধিনায়ক, টিম ডিরেক্টর, স্কিল কোচদের সাথে কাজ করা। তিনটা বিভাগকে একত্রে সমন্বয় করা।’
‘অস্ট্রেলিয়া এবং আইপিএলে কাজ করে আমার টি-টোয়েন্টি অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৌশল একত্রে করা। যাতে করে রিসোর্সগুলো ঠিকঠাক কাজ লাগাতে পারি। আমি বলছি না দলকে নেতৃত্ব দেব, আমি সহযোগীতা করব।’ যোগ করেন শ্রীরাম
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা