স্পোর্টস ডেস্কঃ দুই ম্যচের নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন বর্তমানে ক্লাব ফুটবলে দলহীন হয়ে পড়া ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা গত মৌসুমে প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে হারার পর এক দর্শকের ফোন ভেঙে দিয়ে সমালোচনার মুখে পড়েন। সেই ঘটনায় বুধবার ইংলিশ ফুটবল এসোসিয়েশন রোনালদকে ২ ম্যাচ নিষিদ্ধ আর ৫০ হাজার পাউন্ড জরিমানা করেছে।
৩৭ বছর বয়সী রোনালদো মঙ্গলবারই হয়েছেন দলহীন। ম্যানচেস্টার ইউনাইটেড ও এই ফরোয়ার্ড পারস্পরিক সমঝোতায় চুক্তি শেষ করেছেন বিশ্বকাপ চলাকালীন সময়ে। পর্তুগালের হয়ে বিশ্বকাপে অংশ নিতে বর্তমানে কাতারে অবস্থান করছেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা।
এফএ-এর বরাতে জানা যায়, গত ৯ এপ্রিল গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে ম্যাচে হারের পর মেজাজ হারান রোনালদো। তার সঙ্গে ছবি তুলতে চাওয়া এভারটন সমর্থকের সেলফোন আছাড় মেরে ভেঙ্গে দেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে এমন দৃশ্য।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০