স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের ক্রিকেট দুর্লভ বিষয় হলো লেগ স্পিনার। তবে ধীরে ধীরে সেটি দূর হচ্ছে। বর্তমানে বাংলাদেশ দলেও লেগ স্পিনার আছে। টি-টোয়েন্টিতে পারফর্ম করে বেশ ভালোভাবেই দলের চাহিদা মেটাচ্ছেন রিশাদ হোসেন। তরুণ এই ক্রিকেটার ধীরে ধীরে নিজের উন্নতির ছাপ রাখছেন। তবে শুধুমাত্র বোলিং দিয়ে নয়, ব্যাটিংয়েও নজর কেড়েছেন রিশাদ। ব্যাট হাতে ক্যামিও খেলেও জিতিয়েছেন ম্যাচ।
টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়মিত হয়ে উঠা রিশাদ নিজেও জানাচ্ছেন, তিন বিভাগেই দলে অবদান রাখতে চান তিনি। এর জন্য ব্যাটিংয়েও উন্নতি করার চেষ্টা করছেন। বাউন্ডারি হাঁকানোর দিকেই মনোযোগ বেশি তার। বিশাল সব ছয় মারার ক্ষেত্রে কে বোলার আছেন সেটা না দেখে, বল কী করছেন সেটাই দেখেন রিশাদ।
বিসিবির ভিডিও বার্তায় রিশাদ হোসেন বলেন, ‘দলের প্রতি আমি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন দিক থেকেই অবদান রাখতে চাই। সবসময় এটা ইনশাআল্লাহ চেষ্টা করব। ক্রিকেট খেলা যখন শুরু করেছি, তখন লেগস্পিনার ছিলাম। কিন্তু মনে মনে একটা জিনিস চিন্তা করতাম দেশের জন্য কিছু করতে হলে আমাকে তিন দিক থেকেই দিতে হবে।ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন দিক থেকে দিতে গেলে আমাকে কঠোর পরিশ্রমও করতে হবে।’
রিশাদ আরও বলেন, ‘আমি চেষ্টা করেছি ব্যাটিংয়ে আরও উন্নতি করার। সব ব্যাটারই চায় বড় বড় শট খেলতে। আমিও সবসময় চাই যে বাউন্ডারির দিকে বেশি শট খেলতে। ছক্কা মারার জন্য নিজের ওপর বিশ্বাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি চিন্তা করি শুধু…বোলার বা অন্যান্য কিছু দেখি না, বল দেখি শুধু। বল বাই বল দেখি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post