স্পোর্টস ডেস্ক:: ব্রাজিলের কোচ তিতে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন শুক্রবার। দলে এসেছেন দুই নতুন মুখ। বাদ পড়েছেন গ্যাব্রিয়েল জেসুস ও দানি আলভেস। কাতার বিশ্বকাপের আগে ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে দু’টি ম্যাচ খেলবে নেইমাররা।
বিশ্বকাপ প্রস্তুুতির ওই দুই ম্যাচের জন্যই ব্রাজিল কোচ তিতে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন গ্লেইসন ব্লেমের ও রজার ইবানেস। নেইমার, কাসেমিরো, আলিসন ও দিয়াগো সিলভারা আছেন প্রত্যাশিত ভাবেই।
তিতের নজর কেড়ে জুভেন্টাসের ব্রেমে ও রোমার ডিফেন্ডার ইবানেস জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। এছাড়াও ব্রাজিলিয়ান লিগ থেকে দলে ডাক পেয়েছেন, পালমেইরাসের গোলরক্ষক ওয়েভেরতন, দুই মিডফিল্ডার পেদ্রো ও এভেরতন। তারা ফ্লামেঙ্গোর হয়ে খেলেন ব্রাজিলিয়ান লিগে।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ব্রাজিলিয়ান ১১ ফুটবলার ও লা লিগা থেকে ৬ জন ফুটবলারের সুযোগ হয়েছে ২৬ সদস্যের দলে থাকার। আগামি ২৩ সেপ্টেম্বর ঘানার বিপক্ষে খেলবে ব্রাজিল। ২৮ সেপ্টেম্বর খেলবে তিউনিসিয়ার বিপক্ষে।
২৬ সদস্যের ব্রাজিল দল: গোলরক্ষক- আলিসন, এদেরসন, ওয়েভেরতন।
ডিফেন্ডার: দানিলো, ব্রেমের, আলেক্স তেলস, আলেক্স সান্দ্রো, মার্কনিয়োস, দিয়াগো সিলভা, ইবানেস, এদের মিলিতাও।
মিডফিল্ডার:: কাসেমিরো, এভেরতন রিবেইরো, ব্রুনো গুইমারেস, ফাবিনিয়া, ফ্রেদ, লুকাস পাকেতা। মিড ফিল্ডার
স্ট্রাইকার:: নেইমার, রবার্তো ফিরমিনো, অ্যান্টনি, কুনইয়া, পেদ্রো, রাফিনহা, রিশার্লিসন, রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়র।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০