স্পোর্টস ডেস্কঃ এবারের চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ আছে আপন চেহারায়। গ্রুপ পর্বে চার ম্যাচের সবকটিতেই জিতল ১৪ বারের শিরোপাজয়ীরা। সবশেষ গত রাতে ব্রাগাকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। তাতে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ইউরোপ সেরার মঞ্চে অন্যতম সফল এই দল।
পর্তুগিজ ক্লাব ব্রাগাকে গুঁড়িয়ে নকআউট পর্বে উঠল রিয়াল। স্প্যানিশ ক্লাবটি ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে গ্রুপ পর্বের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে। প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নদের হয়ে প্রথম গোলটি করেন ব্রাহিম দিয়াজ। এরপর দ্বিতীয়ার্ধে বাকি দুই গোল করেন দুই ব্রাজিলিয়ান- ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো।
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি জানান, দারুণ পারফরম্যান্সের তৃপ্তি অনুভব করছেন তিনি। আনচেলত্তি বলেন, ‘আমি মনে করি, ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের ছিল। আমরা এগিয়ে গেলাম, কিন্তু সর্বপরি যখন ম্যাচ উন্মুক্ত ছিল, আমাদের ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছিল প্রতিপক্ষের জন্য।’
ঘরের মাঠে শুরুতেই ধাক্কা খেতে পারতো রিয়াল। চতুর্থ মিনিটে লুকাস ভাসকেজের ফাউলে পেনাল্টি পেয়ে যায় ব্রাগা। তবে স্পটকিক ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক আন্দ্রি লুনিন। এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘এটা ছিল ভালো পারফরম্যান্স। শুরুতে আমাদের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত আসায় আমরা ব্যাকফুটে চলে গিয়েছিলাম, কিন্তু লুনিন দুর্দান্ত সেভ করল।’
রিয়াল কোচ আলাদাভাবে প্রশংসা করেন লুনিনের, ‘সে (লুনিন) যতটা ভালো করল, সেটা দেখা আমাদের জন্য আসলেই ভালো সংকেত। অনুশীলন কেপা (আরিসাবালাগা) পেশিতে সমস্যা বোধ করছিল; বৃহস্পতিবার সকালে ওর পরীক্ষা করা হবে। আমরা এখনও জানি না ওর অবস্থা কি। এখনও সময় নয় আমাদের কোনো খেলোয়াড়কে নিয়ে অপ্রয়োজনে ঝুঁকি নেওয়ার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post