নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের দেওয়া ১৩৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দ্রুত ২ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। পেসার শরিফুল ইসলামের পর আঘাত হেনেছেন তাইজুল ইসলাম। তাতে সাজঘরে ফিরেছেন ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন।
পঞ্চম ওভারে ওপেনার ডেভন কনওয়েকে (২) লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন পেসার শরিফুল ইসলাম। এরপর দলীয় ২৪ রানে তাইজুলের ঘূর্ণিতে ফেরেন কেন উইলিয়ামসন। ২৪ বলে ১১ রান করেন তিনি। ৩৩ রানের মাথায় তৃতীয় উইকেট হারালো নিউজিল্যান্ড। মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন হেনরি নিকোলস। ১০ বল খেলে ৩ রান করেন তিনি।
সকাল থেকেই মিরপুরে ব্যাপক আকারে টার্ন পেয়েছিলেন স্পিনাররা। এজাজ প্যাটেল আর মিচেল স্যান্টনার দাঁড়াতেই দিলেন না বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে। এজাজের ৬ উইকেটের সুবাদে বাংলাদেশ গুটিয়ে গিয়েছে মাত্র ১৪৪ রানে। আর কিউইদের সামনে টার্গেট দাঁড়ায় ১৩৭।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post