স্পোর্টস ডেস্কঃ রোববার রাতে সিরি আ’তে মাঠে নামে রোমা। লেসের বিপক্ষে সেই ম্যাচে জয় পায় রোমা। তবে বড় দুঃসংবাদ শুনে দলটি। চলতি মৌসুমে দলে ভেড়ানো তারকা ফুটবলার পাওলো দিবালা ইনজুরিতে পড়েছেন।
দ্বিতীয়ার্ধে রোমার হয়ে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন দিবালা। আর সেই গোল পাওয়ার মিনিট দুয়েক পরই ইনজুরিতে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ফরোয়ার্ড। খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে মাঠ ছাড়েন দিবালা। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে বিধ্বস্ত মনে হচ্ছিল। এমনকি কেঁদেও ফেলেন। মাঠ ছাড়ার পর বরফ দেওয়া হয় দ্রুতই পায়ে।
আন্দাজ করা যাচ্ছিল বেশ গুরুতর চোটই পেয়েছেন দিবালা। সেই আন্দাজকে পরবর্তীতে সত্যি প্রমাণিত করেছেন রোমা কোচ হোসে মরিনহো। দিয়েছেন আলবিসেলেস্তা সমর্থকদের বড় দুঃসংবাদ। দিবালার বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মরিনহো। চলতি বছর মাঠে নামতে পারবেন কিনা দিবালা, সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এই পর্তুগিজ কোচ।
মরিনহো বলেন, ‘আমি বলবো, খুবই খারাপ। আমি চিকিৎসক না। তবে আমার অভিজ্ঞতা এবং পাওলো্র (দিবালা) সাথে কথা বলে যা বুঝেছি, এবছর তাকে মাঠে দেখা খুবই কঠিন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা