স্পোর্টস ডেস্ক:: নয় বছরের প্রেমের সফল পরিণয় হচ্ছে রোনালদোর। প্রেমিকে জর্জিনাকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। সাধারণ এক বিক্রয় কর্মী থেকে রোনালদোর দুই সন্তানের মা হয়ে উঠা জর্জিনা আনুষ্ঠানিক ভাবে বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে। প্রাথমকিট কাজটা সেরে ফেলেছেন দু’জনেই।
প্রায় নয় বছর আগে ২০১৬ সালের এক বিকেলে মাদ্রিদে গুচির শোরুমে গিয়ে ছিলেন রোনালদো। বিক্রয় সেন্টারটির এক কোণে দাঁড়িয়ে থাকে রমনী জর্জিনা রদ্রিগেজ চোখ এড়াননি রোনালদোর। সেই থেকে শুরু প্রেম। অনেক গোপনে প্রেম করেছিলেন তারা। লুকিয়ে রেখেছিলেন সম্পর্কের তথ্য। বছর দেড়েক পর রোনালদো–জর্জিনাকে প্রথম একসঙ্গে প্রকাশ্যে দেখা যায় ২০১৭ সালের জানুয়ারিতে ফিফা দ্য বেস্টের পুরস্কার অনুষ্ঠানে।
২০১৭ সালের নভেম্বরের এক দিনে জর্জিনার জীবন আলোকিত করে আলানা মার্তিনা নামের কন্যাসন্তান। ২০২২ সালে আবারও মা–বাবা হন জর্জিনা–রোনালদো। তাদের ঘরে আসে এস্মেরলাদা নামের আরেকটি কন্যাসন্তান। সেই থেকে দু’জন একজন আরেকজনের জীবন সঙ্গী। রোনালদোর অন্য সন্তানদেরও মায়ের দায়িত্ব নেন জর্জিনা। রোনালদোর যেকোনো বিশেষ মুহূর্তে তাঁর পাশে দেখা গেছে জর্জিনাকে।
এতোদিন ধরে সবকিছু ঠিকমতো চললেও প্রেমটা পরিণয়ে রূপান্তরিত হচ্ছিলো না। অবশেষে জর্জিনার সেই আক্ষেপও মিটতে যাাচ্ছে এবার।নালদোর বাগদত্তা হওয়ার খবরটি গতকাল নিজের ইনস্টাগ্রামে হ্যান্ডলে জর্জিনা নিজেই জানিয়েছেন। একটি হাতের ওপর হীরার আংটি পরা নিজের হাতের ছবি পোস্ট করে ক্যাপশনে জর্জিনা লেখেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফেোরডটকম/নিপ্র/ডেস্ক/০০