স্পোর্টস ডেস্কধ:: ছুটছেন লিওনেল মেসি। আবারো তার জোড়া গোলে জিতলো আর্জেন্টিনা। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার ‘রেকর্ড’ করলো দলটি। জ্যামাইকার বিপক্ষে মেসির জোড়া গোলে স্কালোনির দল জিতেছে ৩-০ গোলের ব্যবধানে।
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গত বৃহস্পতিবার হন্ডুরাসের বিপক্ষেও দারুণ ছিলেন মেসি। করে ছিলেন জোড়া গোল। এবার জ্যামাইকার বিপক্ষেও করলেন জোড়া গোল।
ম্যাচটিতে একক আধিপত্য বিস্তার করে খেলে আর্জেন্টিনা। জ্যামাইকা মেসিদের সাথে প্রায় কোণঠাসা ছিলো। প্রথমার্ধেই লিড নেওয়া আর্জেন্টিনা, দ্বিতীয়ার্ধে মেসির জোড়া গোল নিশ্চিত করে বড় জয়।
শুরুর একাদশে ছিলেন না মেসি। তার জায়গায় খেলতে নামা হুলিয়ান আলভারেজ ম্যাচের ১৩তম মিনিটেই লিড এনে দেন দলকে। ১-০ এগিয়ে যাওয়া আর্জেন্টিনা প্রথমার্ধের পুরোটা সময় লিড ধরে রাখে। জ্যামাইকা পিছিয়ে থেকই বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে স্কালোনি মাঠে নামান মেসিকে। পরপর দুই গোল করেন তিনি। ম্যাচে চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন এ্ই তারকা। ৮৬তম মিনিটে আর্জেন্টিনাকে ২-০ গোলে দেওয়া মেসি ৮৯তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন। তাতেই আর্জেন্টিনা ৩-০ গোলের বড় জয় নিয়ে বিশ্বকাপের প্রস্তুুতি সারে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০