নিজস্ব প্রতিবেদকঃ দুই ম্যাচ পর জয়ে ফিরল সিলেট টাইটান্স। সোমবার ঘরের মাঠে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে মেহেদি হাসান মিরাজের দল। সিলেটের জামাই মঈন আলী এদিন প্রথমবার সিলেট টাইটান্সের জার্সিতে খেলতে নামেন। ইংলিশ অলরাউন্ডার বিপিএল প্রত্যাবর্তনের ম্যাচে অবশ্য বলে-ব্যাটে আলো ছড়াতে পারেন নি। সিলেটের স্পিনার নাসুম আহমেদ একাই ধসিয়ে দেন নোয়াখালীর ব্যাটিং লাইন।
‘দুলাভাই’ মঈনের প্রথম ম্যাচে রেকর্ড গড়ে দলকে জয়ের পথে ফিরিয়েছেন সিলেটেরই ছেলে নাসুম । তাঁর ৭ রানে ৫ উইকেটে ভর করে নোয়াখালী এক্সপ্রেসকে ৬ উইকেটে হারিয়েছে সিলেট। ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু নাসুম আহমেদের ঘূর্ণিই সামলাতে পারেননি নোয়াখালীর ব্যাটাররা। ৪ ওভার বল করে মাত্র ৭ রানের খরচায় ৫ উইকেট উইকেটে নেন নাসুম। এটাই তার বিপিএলের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। সেই সঙ্গে বিপিএলে যেকোনো স্পিনারের সেরা বোলিং ফিগারও এটি।
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে সর্বোচ্চ ২৫ রানের ইনিংসটি উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। এছাড়া ১৮ রান করেন ওপেনার হাবিবুর রহমান সোহান। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। জবাবে স্বাগতিকরা লক্ষ্য পেরিয়ে যায় মাত্র ৮.৪ ওভারে। অবশ্য এই রান তুলতেই তাদের ৪ উইকেট নিয়ে নেন নোয়াখালীর বোলাররা। সিলেট জয় পায় ৬ উইকেটে। তাওফিক খান ১৮ বলে করেন সর্বোচ্চ ৩২ রান। জাকির হাসানের ব্যাট থেকে আসে ২৪। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠলো সিলেট। সমানসংখ্যক পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। দুইয়ে আছে রংপুর রাইডার্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডকম/নিপ্র/০০/১১০
































