স্পোর্টস ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। আর এবারের আসরে প্রথমবারের মতো মাঠ মাতানোর কথা ছিল গাস অ্যাটকিনসনের। তবে ইংল্যান্ডের এই পেসার শেষ পর্যন্ত আইপিএল থেকে নিজের নাম তুলে নিয়েছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে বিবেচনায় রেখে ওয়ার্কলোড বেশি হয়ে যাবে, সেই চিন্তা থেকে খেলবেন না এই পেসার।
তার পরিবর্তে তাই নতুন পেসারকে দলে নিতে বাধ্য হয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর বদলি হিসেবে শ্রীলঙ্কান পেসার দুশমন্ত চামিরাকে ঢেরায় ভিড়িয়েছে। আনুষ্ঠানিকভাবে দলটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
নিলামে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি ছিল চামিরার। আর সেই মূল্য দিয়েই চামিরাকে দলে নিয়েছে কলকাতা। এর আগে অ্যাটকিনসনকে ১ কোটি রুপি দিয়ে নিলাম থেকে নিয়েছিল কেকেআর। কিন্তু ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরামর্শে নাম সরিয়ে নেন শেষ পর্যন্ত।
সব ঠিক থাকলে আগামী মার্চ মাসের শেষ সপ্তাহে শুরু হবে আইপিএলের ১৭তম আসর। প্রায় ২ মাস ব্যাপি চলবে টুর্নামেন্ট। এরপরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post